বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিজের পায়ের সাইজ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না। তবে বর্তমানে অনলাইন কেনাকাটা বিশ্বব্যাপী বৃদ্ধি পাওয়ার কারণে সবাই অনলাইনে কেনাকাটা বাড়িয়ে দিয়েছে। তাই, অনলাইনে জুতা কেনার জন্য পায়ের সাইজ জানা থাকা জরুরী। অনেকেই জানেন না কিভাবে পায়ের সাইজ জানবে। তাই, আপনার জন্য পায়ের সাইজ নিশ্চিত হওয়ার জন্য কিছু কার্যকরী টিপস দেওয়া হলো এখানে। পায়ের সাইজ জানার জন্য আপনি নিচের স্টেপ গুলো অনুসরণ করুন।
১. প্রথমেই আপনি এক টুকরো কাগজ নিন, যা আপনার পায়ের সাইজ থেকে বড়।
২. কাগজটি সমান ভাবে ফ্লোরে রেখে আপনার পা কাগজের উপর রাখুন।
৩. একটি পেন্সিল দিয়ে আপনার পায়ের দৈর্ঘ্য এর মাপে কাগজে দাগ কাটুন।
৪. এরপর স্কেল দিয়ে কাগজের মধ্যে থেকে মেপে নিন কত সেমি. হয়েছে।



এরপর চার্ট থেকে আপনার প্রয়োজনীয় সাইজ খুজে মিলিয়ে নিন। এভাবে আপনি আপনার পায়ের সাইজ নিশ্চিত হতে পারেন।
আরও ভালোভাবে বুঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন।
তবে জুতার মডেল অনুসারে আবার জুতার সাইজ ভিন্ন হতে পারে।
যেমন: ব্যালেন্স হিলের জুতার চেয়ে হাই হিলের জুতা অনেক সময় এক সাইজ বড় লাগতে পারে। আবার বুট জুতা যে সাইজ লাগে স্লিপার জুতা আবার তার চেয়ে এক সাইজ ছোট লাগতে পারে। ব্লক হিলের জুতা ও ব্যালেন্স হিলের জুতার সাইজ প্রায় একই হয়।