Bridal shoes

বর কনের জুতা কেমন হওয়া উচিৎ?

বিয়ের আনন্দে বর কনের জুতা, বিয়ের আনন্দের অন্যতম অংশ বরের জুতা লুকিয়ে ফেলা। তাই যেনতেন জুতা কী আর পরা যায়! কনের জুতাও হতে হবে বিশেষ। কনের জুতা কনের সাজ পরিপূর্ণ হওয়ার অন্যতম অনুষঙ্গ হচ্ছে জুতা। শাড়ি, গয়না বা অন্যান্য অনুষঙ্গ কিনতে গিয়ে জুতা কেনাটাই পড়ে যায় শেষ।

এদিকে ঠিকমতো মানিয়ে না নিলে পুরো সাজটাই হয়ে পড়ে ফিকে। তাই জুতার গুরুত্ব বিশেষ। কনের জন্য বিয়ের পোশাকে মানিয়ে যায় হিল, সেমিহিল জুতা। পেনসিল হিল বা প্ল্যাটফর্ম হাইহিলের জুতাও ভালো মানায়। কনের জুতায় স্টোন, পুঁতি, ক্রিস্টাল যেন থাকতেই হবে।। অনুষ্ঠানের পোশাকের সঙ্গে যে ধরনের ও রঙের জুতা মানাবে, তা বাজার ঘুরে কেনা যেতে পারে। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে হলুদে নাচানাচি ও আরামদায়কের জন্য ক্লোজড শু বা সামনে বন্ধ কিংবা ব্যালেরিনা জুতাও বেছে নিতে পারেন।

বরের জুতা

বিয়েতে বরের পোশাকের সঙ্গে এক জোড়া জুতসই জুতা না হলেই নয়। বিয়ের আনন্দে বর কনের জুতা, শীতকালে স্যুট-প্যান্টের সঙ্গে অবশ্যই একটি ভালো ফরমাল শু বেছে নিতে হবে। বরের জুতা নির্বাচন করতে হবে পোশাকের রং দেখে। বিশেষ করে আমাদের দেশে বরেরা কালো ও নীল রঙের প্যান্ট-স্যুট বেশি পরেন। বরের স্যুট-প্যান্টের রং কালো হলে জুতাও হতে হবে কালো কিংবা খয়েরি। কিন্তু পোশাক যদি নীল রঙের হয়, তাহলে কালো জুতা থেকে গাঢ় খয়েরি জুতা বেশি মানাবে। তবে মেরুন ও অন্যান্য হালকা রঙের পোশাকের সঙ্গে কালো জুতা বেছে নেওয়াই ভালো। বরের জন্য ভালো জুতা কিনতে কার্পণ্য করলে চলবে না। আর বরের পোশাক শেরোয়ানি হলে সঙ্গে নাগরা ছাড়া কিছু যেন মানায়ই না। সোনালি, চাপা সাদা আর মেরুন রঙের নাগরা চলতি ধারায় বেশি জনপ্রিয়। বিয়ের জুতা যেহেতু একটু ভালো মানের হয়, তাই দামও পড়ে একটু বেশি। পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত।

Leave a Reply

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop